
লন্ডনের ওয়েম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় ইউরো শিরোপা জিতেছে ইতালি।
সদ্য শেষ হওয়া ইউরোর ৫৩ বছর আগে ১৯৬৮ সালে শেষবার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি।
তবে ১৯৬০ সাল থেকে এখনও পর্যন্ত প্রথমবার ইউরো কাপের ফাইনালে উঠতে সক্ষম হয় ইংল্যান্ড।
প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি তারা। রানার্সআপ হয়েই ইংলিশদের সন্তুষ্ঠ থাকতে হয়।
ইতালির মতো দুইবার ইউরো শিরপা জিতেছে ফ্রান্স। তারা ১৯৮৪ ও ২০০০ সালে চ্যাম্পিয়ন হয়।
তবে সবচেয়ে বেশি তিনবার করে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি ও স্পেন।
১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালে ইউরোপ সেরা হয়েছিল চার বারের বিশ্বজয়ী দল জার্মানি। অন্যদিকে ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন।
একবার করে ইউরো কাপ জিতেছে রাশিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, ডেনমার্ক, গ্রিস ও পর্তুগাল।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪