আজ শুক্রবার (১১) রাজধানীর তিনশ ফিট এলাকায় প্রজেক্টের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে পূর্বাচলের তিনশ ফিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আজমিন খান ও আমির হোসেন রিয়াজ।
জানা গেছে, শুক্রবার সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কার মোটরসাইকেল আরোহী দুজন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়।
এদিকে দুর্ঘটনা হওয়ার পরেই গাড়িটি জব্দ করা হয়েছে।
আমাদের ফেইসবুকন Link : ট্রাস্ট নিউজ ২৪