তাড়ি খেলেই করোনা হওয়ার আর ভয় থাকবেনা ! এমনই মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টির (বিএসপি) নেতা ভীম রাজভর।
ভারতীয় এই নেতার দাবি, তাড়ির রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ৷ তাড়ি গঙ্গাজল থেকেও বেশি বিশুদ্ধ ৷
সোমবার বিএসপি-র এক অনুষ্ঠানে ভীম বলেন, যদি কেউ তাড়ি খান অনেক বেশি পরিমাণে, তাহলে তার করোনা হওয়ার কোনও ভয় নেই ৷ রাজভর পরিবারে শিশুরা ছোট থেকে বড়ই হয় ‘তাড়ি’ খেয়ে ৷
ওই অনুষ্ঠানে ভীমের এমন কথা শুনে তাজ্জব বনে যান উপস্থিতরা। এছাড়া এই নেতার এমন মন্তব্যে দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা আলোচনার শুরু হয়েছে।
তবে দেশটির সমাজবাদী পার্টির নেতা ওম প্রকাশ রাজভর বলেন, ‘কিছু মানুষ ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন ৷ তাদের কথা বিশ্বাস না করাই উচিৎ ৷ এই সমস্ত মানুষদের থেকে দূরে থাকাই ভাল ৷
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪