নারী ও শিশু নির্যাতনের মতো ভয়ঙ্কর পরিবেশ তো আমাদের সমাজকে লেগেই আছে, মৃত লাশেরও রেহাই নেই। দিনে দিনো বেরেই চলেছে নারী ও শিশু নির্যাতনের ভয়ঙ্কর পরিবেশ। তাই ধীরে ধীরে আমাদের সমাজ নিকৃষ্ট পর্যায়ে চলে যাচ্ছে।
ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিটি ঘটনা বর্বরতাকেও হারমানাচ্ছে। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়.. এগুলো সমগ্র সমাজ ব্যবস্থার অবক্ষয়ের প্রতিফলন মাএ।
ধর্ষণের আরও বিস্তার হয়েছে যখন থেকে ধর্ষণ বন্ধে সামাজিক প্রতিরোধ এবং আইনের কার্যকর প্রয়োগ না করে শুধুমাত্র ‘মৃত্যুদণ্ডে’র আইন প্রণয়নের করা হয় ।
গণতন্ত্রহীনতা’ একটি সমাজ থেকে কিভাবে নীতি-নৈতিকতা, মানবিকতা এবং মূল্যবোধকে অপসারণ করে দেয় তার জলন্ত প্রমান আমাদের দেশ। দুর্নীতি, লুণ্ঠন, হত্যা ও ধর্ষণের সবকিছুর রসদ যোগাচ্ছে গণতন্ত্রহীনতার সংস্কৃতি।এ
ইসব সাংস্কৃতিক ও রাজনৈতিক বাস্তবতাকে আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪