বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে। মৃত্যু সংখ্যা প্রায় ১৭ লাখ।
মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, আজ সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ২৭। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জনের।
সর্বশেষ তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৯৭৩।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৫৭৯। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ২৪ হাজার ৮৬৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৬ হাজার ২৪৮। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭২ লাখ ৩৮ হাজার ৬০০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৭৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। আর্জেন্টিনা দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
বাংলাদেশ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৭১৩ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ২৮০ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের খবর জানানো হয়। গতকাল ছিল দেশে সংক্রমণ শনাক্তের ২৮৮তম দিন।
শুরুর দিকে দেশে সংক্রমণ ছড়িয়েছে ধীরগতিতে। মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ দ্রুত ছড়াতে শুরু করে। জুনে পরিস্থিতি তীব্র আকার ধারণ করে। আগস্টের মাঝামাঝি থেকে সংক্রমণ কমতে দেখা গিয়েছিল। তবে নভেম্বরের শুরু থেকে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী হয়।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪