ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের চিকিৎসাবিষয়ক পরিচালক ইয়োভনে ডয়েল বলেন, করোনা দ্রুত সংক্রমণ খুবই শঙ্কার বিষয় এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে শীত বাড়লে আমাদের স্বাস্থ্যসেবায় আরো চাপ বাড়বে। এমন পরিস্থিতিতিতে আমাদের ঘরে থাকা উচিৎ। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যজুড়ে ফের লকডাউনের ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৭ লাখ ৭৪ হাজার ৪৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৬ হাজার ৩০৫ জন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪