
ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি। হঠাৎ রাস্তায় তৈরি হলো দাবনীয় গর্তের। সেই গর্তে তলিয়ে গেল চলন্ত গাড়ি।
ভারতের রাজধানী নয়া দিল্লির দ্বারকার অতুল্য চকে স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটায় এই ঘটনা ঘটেছে।
ওই গাড়িটি ছিল দিল্লি ট্রাফিক পুলিশের একজন কনস্টেবলের। তাকে অক্ষত অবস্থায় গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানা গেছে।
পরে হাইড্রো ক্রেনের সাহায্যে গাড়িটি উপরে তোলা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটেছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪