সাকিব আল হাসানের পর আরও এক বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে দল পেয়েছেন। তিনি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। এই দামেই মুস্তাফিজুর রহমান বিক্রি হয়েছেন। আইপিএলে এটি মুস্তাফিজের তৃতীয় দল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে তার আইপিএল অধ্যায় শুরু হয়েছিল।
২০১৬ সালে মুস্তাফিজ ছিলেন ক্রিকেটবিশ্বে নবীন এক সুপারস্টার। তার বল কেউ বুঝতো না। যে কারণে প্রথম মৌসুমেই দারুণ বোলিংয়ে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নেন। সেইসঙ্গে ‘দ্য ফিজ’ ‘কাটার মাস্টার’ ইত্যাদি উপাধিও পেয়ে যান। দুই মৌসুম হায়দরাবাদে কাটিয়ে ২০১৮ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দেন। গতবার মুম্বাইও তাকে ছেড়ে দেয়। এবার তিনি রাজস্থানে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪