নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো সাড়ে ৯ হাজারের বেশি প্রাণহানী হয়ছে । একই সময়ে নতুন করে সোয়া ৫ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৭ লাখ সাড়ে ৮১ হাজার ছুঁইছুঁই। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি সাড়ে ১৬ লাখ ছাড়িয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৮ কোটি ১৬ লাখ ৬৯ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৭ লাখ ৮১ হাজার ৪৪২ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ২০ লাখ ৯২ হাজার ২৯৩ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৭৯০ জনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৬২৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ২ লাখ ২৪ হাজার ৭৯৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৭৫ লাখ ৬ হাজার ৮৯০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩০ লাখ ৭৮ হাজার ৩৫ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৫ লাখ ৬২ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—যুক্তরাজ্য (২৩ লাখ ২৯ হাজার ৭৩০ জন), তুরস্ক (২১ লাখ ৬২ হাজার ৭৭৫ জন), ইতালি (২০ লাখ ৫৬ হাজার ২৭৭ জন), স্পেন (১৮ লাখ ৯৪ হাজার ৭২ জন) ও জার্মানি (১৬ লাখ ৭০ হাজার ১৯৪ জন)।
কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানী বেড়ে ৩ লাখ ৪৩ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ১ লাখ ৯১ হাজার ৬৪১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৮ হাজার ১৯০ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার ৮৫৫ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৭২ হাজার ৩৭০ জনের প্রাণ কেড়েছে করোনা।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—যুক্তরাজ্য (মৃত্যু ৭১ হাজার ১০৯ জন), ফ্রান্স (মৃত্যু ৬৩ হাজার ১০৯ জন), ইরান (মৃত্যু ৫৪ হাজার ৮১৪ জন), রাশিয়া (মৃত্যু ৫৫ হাজার ২৬৫ জন) ও স্পেন (৫০ হাজার ১২২ জন)।
এছাড়া আর্জেন্টিনায় ৪২ হাজার ৮৬৮ জন (১১তম), কলম্বিয়ায় ৪২ হাজার ৩৭৪ জন (১২তম), পেরুতে ৩৭ হাজার ৫২৫ জন (১৩তম), জার্মানিতে ৩১ হাজার ১৭৬ জন (১৪তম), পোল্যান্ডে ২৭ হাজার ১৪৭ জন (১৫তম), দক্ষিণ আফ্রিকায় ২৭ হাজার ৭১ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ২১ হাজার ৪৫২ জন (১৭তম), তুরস্কে ২০ হাজার ১৩৫ জন (১৮তম), বেলজিয়ামে ১৯ হাজার ২০০ জন (১৯তম) ও ইউক্রেনে ১৭ হাজার ৮৪৯ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪