দুর্দান্ত জুটিতে টাইগারদের লড়াইয়ে ফিরিয়েছিলেন লিটন ও মিরাজ। ফলোঅন এগিয়ে তাদের জুটি ১০০ ছাড়িয়েছিল অনেক আগেই।
রানকে সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছিলেন লিটন। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ শিবিরে ফের টর্নেডো বয়ে গেল রাহকিম কর্নওয়ালের।
একই ওভারে টপাটপ তুলে নিলেন বাংলাদেশের দুই উইকেট। ২৮০ থেকে ২৮৩ রানে যেতেই ৩ উইকেট নেই বাংলাদেশের।
৭১ রানে লিটন দাসকে ফেরালেন কর্নওয়াল। তখন বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৮০ রান। তার আউটের পর রানের খাতা খোলার আগেই নাঈম হাসানকে ফেরালেন কর্নওয়াল। তুলে নিলেন এক ম্যাচে প্রতিপক্ষের পাঁচ উইকেট।
লিটন মিরাজের ১২৩ রানের জুটি ভাঙেন কর্নওয়াল। সঙ্গী চলে যাওয়ার পর যেন নিজেরও থাকতে ইচ্ছা হচ্ছিল না মিরাজের।
পরের ওভারেই ২৮৩ রানের মাথায় গ্যাব্রিয়েলের পেসে সাজঘরে ফেরেন মিরাজ। ১৪০ বলে ৫৭ রান করেছেন মিরাজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রান এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন টেলএন্ডার তাইজুল। তার সঙ্গী আবু জায়েদ রাহি। ১৭ বলে ১৩ রানে অপরাজিত তাইজুল। অপরপ্রান্তে রাহির রান ১।
আমাতের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪