মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে দেশের বিভিন্ন অঞ্চলে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, এমনটা জানানো হলেও আগামী ৩-৪ দিন পর তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে আজ রোববার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঢাকায় শৈত্যপ্রবাহ না হলেও তাপমাত্রা কমেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা অপরিবর্তিত থাকবে ৩-৪ দিন।
পূর্বাভাসে বলা হয়ছে, আবহাওয়া শুষ্ক থাকলেও পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস বইতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৫-১০ কিলোমিটার বেগে।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছে। এ ছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, শ্রীমঙ্গল, যশোর, কুষ্টিয়া ও বরিশালেও একই অবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতি আরো ৩-৪ দিন অব্যাহত থাকবে বলে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
বলা হয়, গতকাল শনিবার কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বেলা ১১টায় সেখানে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
এদিকে, চলতি ডিসেম্বরের শেষ দিকে এবং আগামী জানুয়ারির শুরুর দিকে তাপমাত্রার আরো অবনতি হবে বলে জানানো হয়েছে। ওই সময় ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে তাপমাত্রা।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪