নিবন্ধনের শুরু থেকে এ পর্যন্ত নিয়ন্ত্রিত পরিকল্পনার আওতায় সম্মুখসারির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও ৫৫ বছরের ওপর বয়সী সবার জন্য করোনার টিকাদানের নিবন্ধন উন্মুক্ত করা ছিল।
তবে আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) এক নতুন সিদ্ধান্তের মাধ্যমে সবার জন্য ওই বয়সসীমা ৫৫ থেকে কমিয়ে ৪০ করা হয়েছে। অর্থাৎ এই নির্দেশ কার্যকর হওয়ার পর থেকে সম্মুখসারির মানুষদের পাশাপাশি ৪০ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক নিবন্ধন করতে পারবেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাশেষে স্বাস্থ্যসচিব মো. আব্দুল মান্নান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪