ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিসহ গ্রেফতার চারজনের রিমান্ড শেষ হওয়ায় তাদের আদালতে তোলা হচ্ছে।
মঙ্গলবার ১১টা ৫০ মিনিটে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে তাদের নিয়ে আদালতের পথে রওনা দেয় সংস্থাটি।
অপর তিনজন হলেন- প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ ও পরীমণির কথিত মামা দীপু। মাদক মামলায় তাদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করে সিআইডি।
সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, আদালতে পরীমনিসহ চারজনের বিরুদ্ধে আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে।
গত ১ আগস্ট দিবাগত রাতে গুলশান থেকে গ্রেফতার হয় মডেল পিয়াসা ও মোহাম্মদপুর থেকে মৌ। এরপর ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে গ্রেফতার হন অভিনেত্রী পরীমনি। গ্রেফতার হন তাদের কয়েক ঘনিষ্ঠ সহযোগীও।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪