ভারতের কিংবদন্তি অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর আজ জন্মদিন। ১৯৭২ সালের ৮ জুলাই কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেছিলেন ‘দাদা’ হিসেবে খ্যাত এই ক্রিকেটার। তার ক্যাপ্টেন্সি, তার লড়াই, পারফরম্যান্স সব কিছুই ক্রিকেট ইতিহাসে স্থায়ী আসন নিয়েছে। আজ ৪৯ বছরে পা দিলেন সৌরভ।
জন্মদিনের প্রথম প্রহর থেকেই সোশ্যাল সাইটে ‘দাদা’কে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারও শুভেচ্ছা জানাতে ভুলেননি। শচীন নিজেও অনেক বছর সৌরভের নেতৃত্বে খেলেছেন। দাদার জন্মদিনে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪