১১ মাসের শিশু জ্বরে আক্রান্ত হয়েছে। সন্তানের চিকিৎসার জন্য বারবার স্বামীকে বললেও কোনো কর্ণপাত করেনি। তাই স্বামীর সঙ্গে রাগ করে ছেলেকে খুন করেন গৃহবধূ।
ভারতের দিল্লির ফতেহপুর এলাকায় গত ৯ জুলাই ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, ওই দম্পতির ১১ মাসের ছেলের জ্বর হয়েছিল। স্ত্রী অনেক বার বলার পরও ছেলেকে হাসপাতালে নিচ্ছিলেন না স্বামী। রাগের মাথায় ছেলের গলায় ওড়না জড়িয়ে হত্যা করেন ওই নারী।
পরে শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর নাম জ্যোতি। তার স্বামীর নাম সৎবীর তানোয়ার। ১৬ বছর আগে তাদের বিয়ে হয়।
প্রতিবেশীরা জানিয়েছেন, দম্পতির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মাঝেমধ্যেই ঝগড়া হত। শিশুটির মৃত্যুর পরে তার মা ও বাবা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।
এ ঘটনায় জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪