কক্সবাজার থেকে পাচারের সময় ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয় মাদক পাচার চক্রের হোতা রবিউল আলম টুটুলকে। শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন দোহাজারী এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ। ওই অভিযানের অংশ হিসেবে শনিবার দোহাজারির সিটি সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিসআপ ভ্যান এবং প্রাইভেট কার জব্দ করা হয়। এ দুটিতে তল্লাশী করে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে টুটুল নামে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর টুটুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়- অভিন্ন কায়দায় তারা কক্সবাজার থেকে ইয়াবা পাচার করে আসছে। তারা দেশের বিভিন্ন জায়গার পাইকার ইয়াবা ব্যবসায়ীদের কাছেই মূলত ইয়াবার চালান পৌঁছে দিত। এ চক্রের সাথে আর কারো সম্পৃক্ততার রয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪