দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী ও একজন শিক্ষক মারধরের শিকার হয়েছেন। এই ঘটনায় রোববার সন্ধ্যার এ ঘটনায় আহত হয়েছেন বিনোদন কেন্দ্রের কয়েকজন কর্মচারীও।
আহত শিক্ষার্থীদের মধ্যে জবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন, জাহিদুল আলম, বিনয় কুমার, প্রান্ত, মোকছেদুল, সাকিব, ওমর ফারুক, বিনজন বসাক ও মামুনের নাম জানা গেছে। তাঁদের মধ্যে ৫ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষাসফরে থাকা বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন বলেন, রোববার সফরের দিনে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন জায়গায় সমীক্ষার কাজ শেষে বিকেলে তাঁরা বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীতে যান। সেখান থেকে পৌনে ছয়টায় তাঁরা বের হয়ে জয়পুরহাটে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। বিনোদনকেন্দ্রের একটি রাইডে এক ছাত্রী তাঁর ব্যাগ ফেলে আসেন। পরে আরেক ছাত্রীকে নিয়ে তিনি ব্যাগ আনতে যান। এ সময় ওই রাইডের দায়িত্বে থাকা কর্মচারী তাঁদের উত্ত্যক্ত করেন। ওই দুই ছাত্রী বিষয়টি সহপাঠীদের জানালে তাঁরা প্রতিবাদ করেন। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে বিনোদনকেন্দ্রের কর্মচারীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
মো. মহিউদ্দিন বলেন, মারধর ঠেকাতে গিয়ে তিনিও মারধরের শিকার হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। আহত শিক্ষার্থীদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মারধরের শিকার শিক্ষার্থী বিনয় কুমার বলেন, বিনোদনকেন্দ্রর কর্মচারীরা রড ও চেলা কাঠ দিয়ে মারধর করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে স্বপ্নপুরীর মালিক ও জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তিনি শুনেছেন তাঁর সাত-আটজন কর্মচারী আহত হয়েছেন। দুই পক্ষের আহত ব্যক্তিদের পুলিশ নিয়ে গেছে। এখন পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪