দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় ৩ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।এদিকে ঘটনার পরপরেই পালিয়ে যায় জরুরি বিভাগের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। পরে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ঘটনার ৩ ঘণ্টা পর শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন।
গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় হাসপাতালের জরুরি বিভাগে শিশুটির মৃত্যু হয়। মারা যাওয়া মাহির বাবু উপজেলার মংলা গ্রামের রাকিবুল হাসান ও শর্মিলা আক্তার দম্পতির ছেলে।
শিশুটির দাদা তাছির উদ্দিন জানান, মঙ্গলবার সকালে হঠাৎ শিশু রাহাতের শ্বাসকষ্ট দেখা দেয়। পরিবারের সদস্যরা দুপুরে ওই শিশুকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটির চিকিৎসা সেবা দেয়ার পরিবর্তে হাসপাতালে থাকা ওষুধ কোম্পানির প্রতিনিধির সঙ্গে খোশগল্পে মেতে ছিলেন।