তুরস্কে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে ইয়োজগাট প্রদেশের সোরগুন জেলায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি সিভাস থেকে ইস্তাম্বুল যাওয়ার সময় সিভাস-ইয়োজগাট মহাসড়কে মুক্রেমিন জংশনের কাছে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় বাসটি বিপরীত লেনের চলে যায় এবং একটি গিরিখাতে পড়ে যায়।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দলসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ঘটনাস্থলে ১১ জন প্রাণ হারায়। পরে একজন আহত ব্যক্তি নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া ১৯ জন আহত যাত্রীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের একজন সিহাত চালিস্কান। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের বিছানায় শুয়ে দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বাসটি আচমকাই রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। দ্বিতীয়বার ডিভাইডারে আঘাত করার পর বাসটি গাছের মধ্যে ঢুকে পড়ে। পরে ডানে ও বামে ঘুরে পাহাড়ের দিকে নেমে যায়।’
ইয়োজগাট গভর্নর মেহমেত আলী ওজকান গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং জেলা গভর্নরের দল ঘটনাস্থলে রয়েছে। আমরা সম্মানজনকভাবে নিহত যাত্রীদের মরদেহ উদ্ধার করেছি এবং আহতদের তাৎক্ষণিক যত্নের জন্য স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেছি। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক অনুসন্ধান অবহেলার দিকে নির্দেশ করছে। তবে আমরা বিশ্বাস করি, আরো তদন্ত স্পষ্টতা দেবে।’
গভর্নর ওজকান এই কঠিন সময়ে সম্প্রদায়ের সংহতিকে শক্তিশালী করে আহতদের দ্রুত পুনরুদ্ধারের জন্য ব্যক্তিগতভাবে তার সমবেদনা জানাতে সোরগুন স্টেট হাসপাতাল পরিদর্শন করেছেন।