
থাইল্যন্ডে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকারণ্ডে ১৩ জনের মৃত্যু
থাইল্যান্ডের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকারণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ অগ্নিকারণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।
গতকাল বৃহস্পতিবার রাত ১ টার দেকে ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সেই নাইট ক্লাবটিতে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে অবস্থিত থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইটক্লাবে বৃহস্পতিবার আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে বলেছেন, চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নামক ওই নাইট ক্লাবে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আগুন ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪