ফেনী-বিলোনিয়া সড়কের কুতুবপুর এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রোলারে ধাক্কা খায়। এই ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ৩ জন আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন: ফুলগাজী উপজেলার পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) ও পরশুরাম উপজেলার শালধর বাজার এলাকার আবদুল গফুরের ছেলে আবদুর রহিম (৪৩)। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওসি জানায়, পুলিশ নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গিয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪