রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক আদিবাসী নারীকে ধর্ষণ করা হয়। ধর্ষণের পরে ওই নারী আত্মহত্যা করেন। এ ঘটনায় মামলা হলে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। বয়স কম হওয়ায় আরও এক আসামিকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বুধবার দুপুরে রংপুর নারী-শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোস্তফা কামাল এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সরকারপক্ষের আইনজীবী ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ এপ্রিল মিঠাপকুুর উপজেলার বালারহাট ইউনিয়নে এক আদিবাসী নারী ধর্ষণের শিকার হন। ধর্ষণের পরে স্বপ্না দত্ত নামে ওই নারী আত্মহত্যা করেন। ঘটনায় ওই দিনই মা পরিতা দত্ত বাদী হয়ে মামলা করেন।
সাক্ষপ্রমাণ শেষে বিচারক পীরগাছা উপজেলার সোম নারায়ন এলাকার ছামছুল হকের ছেলে হজরত এবং একই এলাকার ফজলুর রহমানের ছেলে মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই ঘটনায় পৃথক আরেকটি মামলায় অপর আসামি রতন মিনজির বয়স কম হওয়ায় তাকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় মামুন ও হজরত আদালতে উপস্থিত ছিলেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪