
শিশুর গলায় ছুরি ধরে ২ বোনকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘরে ঢুকে ২ বছর বয়সী এক শিশুর গলায় ছুরি ধরে হাত-পা বেঁধে দুই খালাতো বোনকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার বটিয়াঘাটা থানায় মামলা করেন ভুক্তভোগী একজনের মা।
পরে মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ ।
গ্রেপ্তার ৩ জন হলেন মুজাহিদ, আজিজুল ও নাঈম।
ধর্ষণের পর ভুক্তভোগী দুই বোন অসুস্থ হয়ে পড়লে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা হিয়েছে, গত শনিবার মধ্যরাতে বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের এক বাড়িতে ঢুকে ওই দুই খালাতো বোনকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। তাঁদের মধ্যে একজনের বয়স ১৩ বছর, আরেকজনের ২৪। বড়জনের ২ বছর বয়সি একটি সন্তান রয়েছে। এ সময় ঘরের বাইরে পাহারায় ছিলেন আরও কয়েকজন। ঘটনার সময় শিশুটির গলায় ছুরি ধরা হয়েছিল। পরে তাকে পানিতে চুবানো হয়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ১৩ বছর বয়সী কিশোরীর মা বলেন, শনিবার বিকেলে তিনি ডুমুরিয়ায় বেড়াতে এবং তাঁর স্বামী বাগেরহাটে চিকিৎসার জন্য গিয়েছিলেন। এ সময় বাড়িতে তাঁরা দুই বোন ছিলেন। মধ্যরাতে কয়েক যুবক এসে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে হাত ও মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণ করেন। রোববার সকালে ফোন করে ঘটনাটি তাঁকে জানানো হয়। এরপর বিকেলে দুই বোনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁরা।
আমাদের ফেসইবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪