
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, বিক্ষোভে ২৫ জন নিরস্ত্র পিটিআই সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার জাতির উদ্দেশে এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর ডন ও দুনিয়া নিউজের।
ইমরান আরও বলেন, বিক্ষোভের সময় আমাদের যে ২৫ জন লোক নিহত হলেন- তা নিয়ে সরকারের কেউ কথা বলছে না। তাদের সবাই নিরস্ত্র ছিল এবং তাদের গুলি করে হত্যা করা হয়েছে।এই দেশের মানুষের জীবনের কী কোনো মূল্য আছে- এমন প্রশ্ন করেছেন ইমরান খান। তবে তিনি তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। যদিও এর আগে পাকিস্তানের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ইমরান খানের গ্রেফতার ঘিরে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে।
আমাদের ফেসবুক লিঙ্কঃট্রাস্ট নিউজ ২৪