পদ্মা সেতুর উত্তর থানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি মাইক্রো বাস। এ ঘটনায় একজন পুলিশ সদস্যসহ ৩ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ৩ জন।
আজ রোববার (২৫ জুন) সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আহতের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী কলেজ গেট এলাকা থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিল একটি মাইক্রোবাস। সকাল সাড়ে নয়টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটি মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারী নারী এবং দায়িত্বরত পুলিশ সদস্যসহ পাঁচজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে মৃত্যু হয় পুলিশ সদস্য মোতালেবের। আহত অপর তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪