
রংপুেরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের মৃত্যু
রংপুর-পীরগাছা সড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে ওই সড়কের সরেয়ার তল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জনের মধ্যে একজনের নাম রাজা মিয়া (৪৬)। তিনি অটোরিকশা চালক। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি । তবে তাদের সকলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চৌধুরাণী থেকে একটি অটোরিকশা ৮ জন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। সরেয়ারতল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪