গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪