রংপুর সদর উপজেলার হরকলি বহুমূখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার (৩ জুলাই) সকাল ৯ টায় এই মেলা অনুষ্ঠিত হয় ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত এই স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত এবং বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক ।
বক্তব্যের শুরুতেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একাত্তরের ত্রিশ লক্ষ শহিদের কথা শ্বরন করে বলেন, “বর্তমান সরকারের উদ্যোগে তথ্য প্রযুক্তি’র প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের বৃদ্ধিদীপ্ত, সৃজনশীল, উদ্ভাবনী ক্ষমতায় উদ্ভাসিত স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। এতে করে দেশে বছরে প্রায় ১ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আসছে নানা ফ্রিল্যান্সারদের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তি প্রচেষ্টায় ঘরে পৌঁছে দেওয়া ইন্টারনেটে সংযুক্ত হয়ে, বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে, কম্পিউটার দিয়ে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে সাড়ে ৬ লাখ তরুন-তরুনী স্ব-নির্ভর হয়েছে।”
তিনি আরও বলেন, আমরা শিক্ষিত তরুন-তরুনীদের জন্য স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ হচ্ছে স্মার্ট বাংলাদেশের মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশে রুপান্তর করা। আমরা সরকারী দপ্তরগুলোকে পেপারলেস করার কার্যক্রম হাতে নিয়েছি। আমাদের অর্থনীতিকে ক্যাশলেস করারও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান ছাত্রলীগ নেতৃত্বের পরামর্শে দেশের ৫০ লাখ মাদ্রাসা পড়ুয়া শিক্ষিত তরুন-তরুনীদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তাদের স্ব-নির্ভর করে গড়ে তোলা হচ্ছে। এতে করে আমরা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনায়নসহ ভিশন ২০৪১ অর্জন করতে পারবো।
এ স্মার্ট কর্মসংস্থান মেলায় অংশগ্রহণ কারা প্রতিষ্ঠানগুলো হলো, রাফু সফ্ট আইটি (Owner of Trustnews24), রেমিটটেন্স আইটি, এলইডিপি ইনফর্মেশন, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি, হাইপারটেক সলিউশন লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ সফটওয়্যার, নেয়াড ডিভস, কোডার্স ট্রাস্ট বাংলাদেশ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন-উদ্যোক্তা তৈরীর প্রতিষ্ঠান, ফিউচার নেশন, প্রাণ-আরএফএল গ্রুপ, দিনাজপুর আইটি সলিউশন, হ্যাশট্যাগ রিসার্চ এন্ড টেকনোলজি লিমিটেড, এসপাইনোফ স্টুডিও, এটুআই এস্পায়ার টু ইনোভেট, বাংলাদেশ হাই ট্রান্স-পার্ক ইনোভেটিভ প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করেন।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্য প্রযুক্তি, বাংলাদেশের ইতিহাস বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় রংপুরসহ দেশের ১৭টি কোম্পানীর স্টলে চাকুরী প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করেন কোম্পানী কর্তৃপক্ষ।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪