কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে রবিবার (৭ মার্চ) বরই খাওয়ানোর প্রলোভন দিয়ে ৩ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা বলেন, ‘উপজেলার পাথরডুবি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র রমজান আলী (১৫) শিশুটিকে নানার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে আমার কাছে থেকে নিয়ে যায়। পরে বরই খাওয়ানোর প্রলোভন দিয়ে একটি শুকনো পুকুরের পাশে হাগড়া নামক জঙ্গলের নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করে। আমরা নানার বাড়িতে খুঁজে না পেয়ে বিষয়টি রমজানের পিতা গফুরকে জানাই। কিছুক্ষন পর কিশোর রমজান শিশুটিকে কৌশলে নদীতে গোসল করিয়ে আলামত নষ্টের চেষ্টা করে নানার বাড়িতে পৌছে দেয়।’
শিশুটি নানার বাড়িতে এসে কান্নাকাটি শুরু করলে তার মা সেখানে আসা মাত্রই বাড়ির সবাইকে ঘটনা জানিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে রমজান পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:এএসএম সায়েম বলেন, ‘শিশুটিকে রবিবার রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে ভর্তি করালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান, ‘দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪