
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৩০
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষেস সময় পুলিশসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার বেলা ২টার দিকে নগরের শায়েস্তানগর এলাকায় সমাবেশ শুরুর আগেই এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাবার বুলেট ছুড়ছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের শায়েস্তানগর এলাকায় মিছিল নিয়ে আসার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪