দিনাজপুরে কলেজছাত্র শাহরিন আলম বিপুলকে হত্যার ঘটনায় পরিকল্পনাকারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন- মূল পরিকল্পনাকারী সদর উপজেলার শালকী (বোয়ালমারী) এলাকার রশিদের ছেলে দেলোয়ার হোসেন (২০), ৬নং উপশহর পুরাতন পাওয়ার হাউজ এলাকার উজ্জল হোসেনের ছেলে শাকিব শাহরিয়ার (২২), সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে আশরাফুল হোসেন মিলন (১৮) ও হাউজিং মোড় এলাকার হামিদুর রহমানের ছেলে আসিফ মাহমুদ হৃদয় (১৯)।
পুলিশ বলেন, আসামি দেলোয়ার হোসেন একটি মেয়েকে পছন্দ করত। মেয়েটির সঙ্গে শাহরিন আলম বিপুলের আগে থেকে পরিচয় ও সম্পর্ক ছিল। কিছুদিন পর এটা দেলোয়ার জানতে পারে। তারপর থেকে বিপুলকে মারার পরিকল্পনা করতে থাকে দেলোয়ার। পহেলা মার্চ একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিপুলের সঙ্গে যোগাযোগ করে দেলোয়ার। এক পর্যায়ে বিপুলের ছবি তোলার সখের বিষয়ে জানতে পেরে তাকে কয়েকদিনের জন্য একটি ডিএসএলআর ক্যামেরা ধার দেয়ার কথা বলে দেলোয়ার। গত ৪ মার্চ সকালে জেলা স্টেডিয়ামে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেলোয়ার ও তার কয়েকজন বন্ধু মিলে শাহরিন আলম বিপুলকে হত্যা করে। পরে বিপুলের মরদেহ গ্যালারির সিঁড়ির নিচের ময়লার স্তুপে রেখে তারা পালিয়ে যায়।