সিরাজগঞ্জের সলঙ্গায় আমের ট্রাক ও গরুর পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এসময় পিকআপে থাকা ৩টি গরু মারা যায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগমী ও গরুর পিকআপটি বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌছিলে মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ৪ জন নিহত ও ২ জন আহত হয়। এসময় পিকআপে থাকা তিনটি গরু মারা যায়।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪