যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের ৪০ বাংলাদেশি গ্রাজুয়েটকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। তিনি মহামারির মধ্যেও সফলভাবে কোর্স সম্পন্ন করা ২০ জন তরুণী ও ২০ জন তরুণের প্রশংসা করেন এবং তাদেরকে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে ও লেখাপড়া চালিয়ে যেতে উত্সাহিত করেন। তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে আমাদের ক্রমবর্ধমান আন্তঃসংযুক্ত বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের মতো তারুণ্যের শক্তিকে স্বীকৃতি দেওয়ার এরচেয়ে ভালো সময় আর হতে পারে না।”
ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম একটি দুই বছর মেয়াদী ইন্টারঅ্যাক্টিভ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা ১৩ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখানোর পাশাপাশি আমেরিকান সংস্কৃতি ও নেতৃত্ব দেয়ার দক্ষতার ভিত্তি গড়ে দেয়া হয়। এর ফলে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা গ্রহণ ও কাজের সুযোগ পাওয়ার ক্ষেত্রে নিজেকে আরও বেশি যোগ্য করে তুলতে পারে। বর্তমানে মোট ১৩২ জন শিক্ষার্থী ঢাকা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে অ্যাক্সেস প্রোগ্রামে ভর্তি রয়েছে। এই বছর, ২০২১ সালে, আরও ২০০ জন শিক্ষার্থী এই প্রোগ্রামে ভর্তি হবে। ২০০৪ সালে শুরু হওয়া এই প্রোগ্রাম থেকে ইতোমধ্যে ১,২০০ এরও বেশি বাংলাদেশী শিক্ষার্থী সফলভাবে গ্রাজুয়েট হয়েছে। বিশ্বের ৮৫টিরও বেশি দেশ থেকে অ্যাক্সেস প্রোগ্রাম সম্পন্ন করেছেন ৯৫ হাজার শিক্ষার্থী।
অ্যাক্সেস প্রোগ্রামের আজকের গ্রাজুয়েট শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নেয়া দক্ষিণ এশিয়ার অ্যাক্সেস শিক্ষার্থীদের প্রথম ব্যাচ যারা গত বছর কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর সশরীরে ক্লাসে উপস্থিত থাকার পরিবর্তে অনলাইনে পাঠ নিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত এই কার্যক্রমে ঢাকা অঞ্চলের বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এটাই প্রথম ব্যাচ। দূতাবাসের পক্ষে অ্যাক্সেস প্রোগ্রাম বাস্তবায়নকারী অংশীদার সংস্থা গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন (জিইআইএসটি) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সশরীরে উপস্থিত থেকে করার উপযোগী ইন্টারঅ্যাক্টিভ এই কোর্সকে অনলাইন ইন্টারঅ্যাক্টিভ কোর্সে রূপান্তর করা ও কোর্সের প্রয়োজনীয় উপকরণ তৈরিতে ওতপ্রোতভাবে জড়িত ছিলো।
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংরেজি ভাষা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: https://bd.usembassy.gov/education-culture/english-language-programs/.
যুক্তরাষ্ট্র সরকারের এবং দূতাবাস অর্থায়নে শিক্ষার্থীদের জন্য পরিচালিত এক্সচেঞ্জ অন্যান্য কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/.
গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন (জিইআইএসটি) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে যৌথভাবে অ্যাক্সেস প্রোগ্রাম পরিচালনা করে। জিইআইএসটি বাংলাদেশ-ভিত্তিক একটি অলাভজনক সংস্থা। যুক্তরাষ্ট্র সরকারের এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীরা এটি প্রতিষ্ঠা করেছে। সংস্থাটির অন্যতম প্রধান কাজ হলো শিক্ষক প্রশিক্ষণ ও ইংরেজি নির্দেশনা। সংস্থার সদস্যদের মধ্যে ১,০০০ জন শিক্ষার্থী, ৪০০ জন শিক্ষক এবং শিক্ষা ও উন্নয়ন খাতে কর্মরত ৫৮০জন পেশাজীবী রয়েছেন।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪