কেনিয়ার পশ্চিমাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু গয়েছে । গতকাল শুক্রবার রাতে ব্যস্ততম একটি বাস স্টেশনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয় এবং পদচারীদের চাপা দেয় আর এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানান, ‘কেরিচো-নাকুরু মহাসড়কে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। মৃতেৃর সংখা আরও বাড়তে পারে’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ দুর্ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে, তবে এখন পর্যন্ত ৩০ জনের বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি।’
তিনি বলেন, ‘কেরিচো অভিমুখী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকটি মিনিবাসের ওপর উঠে যায় এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে বলে আমরা ধারণা করছি।’
ফেসবুকে দেওয়া এক পোস্টে কেরিচোর গভর্নর এরিক মুতাই বলেন, ‘আমি খুবই মর্মাহত। কেরিচোর জনগণের জন্য এটি শোকাবহ মুহূর্ত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়া সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়ছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪