
মেক্সিকোতে একটি ট্রেইলার ও ট্রাকের সংঘর্ষে ৪৯ জন নিহত হয়েছেন । এ দূর্ঘটনায় আরো ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বেশ কয়েকজন।
দুর্ঘটনার পর সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেইসব ছবিতে দেখা যায়, হতাহতরা মহাসড়কে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে আছেন। এছাড়া ট্রাকের কার্গো এলাকার ভিতরেও পড়ে আছে অনেকের দেহ।
জানা গেছে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, তারা গুয়েতেমালা থেকে এসেছেন। তবে এখানকার সবাই যে সে দেশটি থেকে এসেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যেসব অভিবাসনপ্রত্যাশী রয়েছেন, তাদের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪