
রংপুর মাদকবিরোধী আভিযানে একরাতে গ্রেফতার ৫৫
রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী আভিযান শুরু করেছে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ৫৫ মাদকসেবি, মাদক ব্যবসায়ী, জুয়ারুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অধিকাংশই কিশোর অপরাধী।
মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর জেলা স্কুল মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, ক্রিকেট গার্ডেন, কারমাইকেল কলেজ প্রাঙ্গণসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে মোট ৫৫ জন মাদক সেবী, জুয়াড়ি এবং কিশোর অপরাধীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জামাদি এবং জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ আহমেদ জানান, মাদকবিরোধী আভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪