স্কুলবাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলাবর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে।
জানা গিযেছে, মঙ্গলবার ভোরে রাহুল বিহারের কাছে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ছয়জনই জিপ গাড়ির আরোহী ছিলেন।
ভারতীয় পুলিশ জানিয়েছে, বাসটি উল্টো দিক থেকে আসছিল। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজিয়াবাদ পুলিশের ডেপুটি কমিশনার দেহাত শুভম প্যাটেল বলেছেন, বাসের চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপরদিকে ভারতের উত্তরাঞ্চলে কয়েকদিনের টানা ভারি বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি এ পর্যন্ত অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
আমাদের ফেইমবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪