ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে শনিবার এক ভয়াবহ বাস দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, রাজস্থানের দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে একটি বাস একটি ভ্যানকে চাপা দেয়। ভ্যানটিতে থাকা একই পরিবারের ৭ জন নিহত হন। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে প্রেরণ করা হয়েছে।তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেছেন, এই দুর্ঘটনার তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪