
শীতকালীন রোগে দুইমাসে ৮৮ মৃত্যু
তীব্র শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুস্থতাসহ শীতকালীন বিভিন্ন রোগ । গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন্স (ARI) আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
২০২২ সালের ১৪ নভেম্বর থেকে ২০২৩ এর ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে এআরআইতে ৮৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৫৮ হাজার ৪৭৮ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন মৃত্যুবরণ করেছেন। শীতকালীন ডায়রিয়ায় ৩ লাখ ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছেন। এতে ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে শীতকালীন রোগ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৩১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
এ বছর রোগে আক্রান্ত হয়েও দেরিতে হাসপাতালে যাওয়ার কারণে শীতকালীন রোগের তীব্রতা বাড়ছে ও মৃত্যু হচ্ছে। একটু সতর্ক হয়ে জীবনযাপন করলে এই মৃত্যু রোধ সম্ভব হবে।
আইসিডিডিআরবি’র তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ শিশু নিউমোনিয়ায় মারা যায়। সে হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় প্রতিদিন মারা যায় ৬৭ জন। এদের ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যায়।