দিনাজপুরে শুক্রবার (১১ আগস্ট) একদিনে ৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন দুর্ঘটনায়, চারজন আত্মহত্যা এবং একজনের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
দুর্ঘটনা
- বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হন। তারা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও মালতি হাসদা (৫০)।
- একই সময় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে আসার সময় চিরিরবন্দর উপজেলার কাউগা রেলব্রিজের কাছে চাকার নিয়ে পাথর পড়ে মোটরসাইকেলসহ ছিটকে পড়েন দিনাজপুর শহরের ২ নম্বর উপশহর এলাকার ফজুল হক মোল্লার ছেলে আব্দুল্লাহ হিল বারী (৪০)। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিচার্স সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
- সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোচাগঞ্জ উপজেলার জালিয়াপাড়া সবুজ খামারের পাশে পঞ্চগড়গামী দলনচাঁপা ট্রেনে কাঁটা পড়ে নুসরাত জাহান নিশি (১৪) নামের এক কিশোরী নিহত হয়। সে কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে।
আত্মহত্যা
- একইদিন দিনাজপুরের ফুলবাড়ী ও বোচাগঞ্জে চারজন আত্মহত্যা করেছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এরা হলেন যুবক মঈনুল হোসেন (১৮), গৃহবধূ আলেমা বেগম (১৯) ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রমিলা মুর্মু (২২) ও মধু রায় (৫২)।
- মঈনুল হোসেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষিশ্রমিক আফজাল হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। গৃহবধূ আলেমা বেগম চক সাহাবাজপুর গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী। প্রমিলা মুর্মু কাজীহাল ইউনিয়নের জয়ন্তী গ্রামের গামছা মুর্মুর মেয়ে। আর মধু রায় বোচাগঞ্জ উপজেলার সুখদেবপুর গ্রামের বাসিন্দা।
ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
- একইদিন দিনাজপুরের বোচাগঞ্জে ধানক্ষেত থেকে গণেশ ভট্টাচার্য(২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামের দিনেশ ভট্টাচার্যের ছেলে। তিনি পেশায় একজন পুরোহিত ছিলেন। শুক্রবার দুপুরে উপজেলার মানিকপুর গ্রামের উপরপুরি বাজারের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গণেশের কপাল, বুক, পা ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪