
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে এক ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হোড়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আমান উল্লাহ। সে ওই গ্রামের নূর মোহাম্মদ ও গোলাপী বেগম দম্পতির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাজেদুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির উঠানে খেলছিল শিশু আমান উল্লাহ। আমানের বাবা বাইরে কাজে ছিলেন। আমানের মা গোলাপী বেগম ও দাদি পৃথক ঘরে কাজ করছিলেন। তাঁরা দুজনেই ভাবেন, আমান অন্য ঘরে হয়তো আছে। পরে প্রতিবেশী মনিরুজ্জামান বাড়ি থেকে পূর্ব দিকে প্রায় ২০০ গজ দূরে প্রতিবেশী হেলাল উদ্দিনের পুকুরে আমানকে ভাসতে দেখতে চিৎকার করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা পুকুরে নেমে আমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে আমানকে মোটরসাইকেলে করে স্থানীয় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪