ফরিদপুরের সদরপুর উপজেলায় তুচ্ছ ঘটনায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে ওহাব মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে চার চালা টিনের বসত ঘরের বারান্দায় বসে ছিলেন ওহাব মোল্লা। এ সময় তার ছেলে জাহিদ মোল্লা (২৬) ঘরের বিদ্যুতের কাজ করতে যায়। এ সময় জাহিদ মোল্লাকে তার বাবা ওহাব মোল্লা বলেন, “তুই কি বিদ্যুৎ এর কাজ জানিস যে বিদ্যুতের কাজ করবি?” এ কথা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে জাহিদ মোল্লা তার বাবা ওহাব মোল্লাকে এলোপাথাড়ি ভাবে মাথায় ও মুখে কিলঘুষি মারে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরবর্তীতে লাশ নিয়ে বাড়িতে ফেরৎ আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন আল রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তবে অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে থানায় আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪