ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর মা নাসিমা বেগমের (৪০) এবং দুই শিশু সিফাত (৪) ও শাওনের (৮) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধারের বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করে রাণীশংকৈল থানার পুলিশ।
মোসাম্মৎ নাসিমা বেগম কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মঙ্গলবার দুই শিশুসহ মাঠে গরু চরাতে আসেন তারা। এসময় দুই শিশু মাঠে খেলতে থাকে। জেলেরা দেখার পর তাদেরকে সরিয়ে দেয়। কিন্তু বিকেল সাড়ে তিনটার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত তারা ধারণা করছিলেন যে তারা হয়তো নদীতে পড়ে গেছে। গতকাল মঙ্গলবার অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি তাদেরকে। অবশেষে আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে তাদেরকে খুঁজে পাওয়া যায়।
কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান বকুল জানান, গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে নাসিমা ও তার দুই শিশুকে স্থানীয়রা নদীতীরে গরু চরাতে দেখেছে। বিকেল চারটার দিকে তাদেরকে ওই এলাকায় আর দেখা যায়নি। এরই মধ্যে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে সন্ধ্যার পরে আমি ওই নদীতে লোকজন নামিয়ে দিয়ে তাদেরকে উদ্ধারের চেষ্টা করি। এরই মধ্যে থানায় খবর দিই। প্রায় সারারাত নদীতে তাদেরকে খোঁজা হয়। সকাল সাতটার দিকে লোকজন নদী থেকে তাদের ৩ জনেরই লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় শিশু দুটির হাত মায়ের শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখা ছিল। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পারিবারিক সমস্যার কারণে তাদের হত্যা করা হয়েছে বলেও ধারণা করছেন তিনি।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে এএসপি সার্কেল স্যার রেজাউল হকসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।’
এএসপি রেজাউল হক মুঠোফোনে বলেন, ‘এখনও ঘটনাস্থলে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এর সঠিক কারণ জানা যাবে।’
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪