
ঠাকুরগাঁওয়ের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নাইট কোচ বাসের ধাক্কায় আলা-আমীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহত আল-আমীন উপজেলার আমজুয়ান গ্রামের বেলাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাজেদ আলী (৪০) ও তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল (৩৮)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, বাসটি জব্দ করে পাশের পীরগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
আমাদের ফেইসবুক লিংক : ট্রাস্ট নিউজ ২৪