
দিনাজপুর প্রতিনিধি, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি লায়লা বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে নারী উন্নয়ন ফোরাম ও চিরিরবন্দর উপজেলার মহিলা ইউপি সদস্যদের গাছের গুরুত্বের কথা উল্লেখ্য করে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান রনি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আয়েশা সিদ্দীকা বলেন, “মুজিববর্ষ উপলক্ষে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে যে গাছ দেওয়া হচ্ছে সেগুলোর যথাযথ যত্ন নিতে হবে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ গুলো সবাই সঠিক জায়গায় রোপন করার মধ্য দিয়ে বড় করে তুলবেন।”
সভাপতির বক্তব্যে মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বলেন, “আমরা বন বিভাগের সহযোগিতায় মুজিববর্ষ উপলক্ষে নারী উন্নয়ন ফোরামের সদস্যদের এক হাজার বৃক্ষ বিতরণ করেছি। এসব বৃক্ষ ফোরামের সদস্যরা গরিব ও অসহায় মানুষের বাড়িতে লাগানোর অনুরোধ জানান তিনি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্টনিউজ২৪