
নারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন সিকদার নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর বোয়ালিয়া খাল এলাকায় এঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার জালাল সিকদারের ছেলে ও পেশায় গার্মেন্টসকর্মী।
তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি। নিহত নয়ন সিকদার (১৭) স্থানীয় জালাল সিকদারের ছেলে।
জালাল সিকদার জানান, আমার ছেলেকে কারা হত্যা করেছে জানিনা। নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, আমি এর বিচার চাই। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ আছে।
আমাদের ফেইসবুক লিংক ; ট্রাস্ট নিউজ ২৪