
তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি হচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। সামনে বছরে ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তির পরে বিয়ের ঘোষণা দেবেন তিনি।
জানা গেছে, আমির খান বিয়ে করতে যাচ্ছেন তাঁর ‘দঙ্গল’ ও ‘থাগস অব হিন্দোস্তান’ সিনেমার অভিনেত্রী ফাতিম
বলিউডের সংবাদমাধ্যম বলিউডশাদিস ডটকম বলছে, ‘যত দূর আমরা জানি আমির খান ও ফাতিমা সানা দুজনেরই অনেক ভকলো সম্পর্ক । আমির খান সানাকে অনেক সম্মান করে এবং ফাতেমা আমির খানকে তাঁর পরামর্শদাতা বলে মনে করেন।
আমির এবং ফতেমার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে অনেক ট্রোল হয়েছিলো, তখন ফাতিমা বলেছিলেন, যেসব মানুষ কোনোদিনও তাঁর সঙ্গে কথা বলেননি, দেখা হয়নি; তাঁরাই এসব ট্রোল করে বেরাচ্ছেন । যেসব খবরে বিন্দুমাত্র সত্যতা নেই। তবে এসব পড়ার পর মানুষ ধারণা করে, তিনি ভা
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪