পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় একটি লরি ধাক্কা দেয় তৃণমূল সম্পাদক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে । এতে চোট পান এ নেত্রী-অভিনেত্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটিও।
বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে ফেরার পথে কাঁকসার রাজবাঁধের ১৯ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারে এ দুর্ঘটনাটি ঘটে।
হাতে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী। গাড়িটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয় ১২ চাকার একটি লরি।
দুর্ঘটনার কারণে কলকাতায় না ফিরে ফের বাঁকুড়া ফিরে যান সায়ন্তিকা। ঘাতক লরিটি আটক করেছে কাঁকসা থানার পুলিশ।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪