ঘটনাটি ছিলো, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে গ্রামের। সকলেই তাকে ‘ভালো মেয়ে’ বলে চিনতেন। পড়াশোনার পর দীর্ঘ দিন ধরেই তার জন্য পাত্রের খোঁজ চলছিল। বিয়ের জন্য মেয়ের ‘শর্ত’ ছিল- পাত্রকে সরকারি চাকরিজীবী হতে হবে! তবে ‘শর্তপূরণ’ না হওয়ায় কোনো পাত্রকেই মনে ধরছিল না শিল্পী ঘোষ (২৬) নামের সেই মেয়েটির। বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস লাগিয়ে সে মেয়ে ‘আত্মহত্যা’ করেন বলে তার পরিবারের দাবি।
এদিকে পাড়াপড়শিদের দাবি, সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। তার নাম শিল্পী ঘোষ। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কান্দির খড়গ্রামের গুরুটিয়া গ্রামের বাসিন্দা শিল্পী ঘোষের ঝুলন্ত দেহ দেখতে পান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
ভাইয়ের একমাত্র মেয়ের মৃত্যুতে হতবাক শিল্পীর কাকা সঞ্জীব মণ্ডল। তিনি বলেন, ‘‘স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর থেকেই শিল্পীর জন্য পাত্রের খোঁজ করছিলেন ভাই।
তবে জমিজায়গা, টাকাপয়সা রয়েছে, এমন পাত্রদের দেখাশোনা করা হলেও সরকারি চাকরিজীবী পাত্র ছাড়া বিয়েতে রাজি হয়নি শিল্পী। ’’
শিল্পীর গ্রামের বাসিন্দা চন্দন ঘোষে দাবি, কোনো প্রেমঘটিত সম্পর্ক ছিল না শিল্পীর। ‘‘শিল্পী আমার বোনের মতো ছিল। গ্রামের সকলে ওকে একডাকে ভালো মেয়ে বলে চেনে। ওর বিরুদ্ধে গ্রামের কারও কোনো অনুযোগ পর্যন্ত নেই। অনেক দিন ধরে পর বিয়ের জন্য দেখাশোনা চললেও সরকারি পাত্র ছাড়া বিয়ে করতে রাজি হয়নি শিল্পী। হয়তো সে জন্য ওর মানসিক চাপ বাড়ছিল। হয়ত চেয়েছিল, বিয়ের পর ভালোভাবে থাকবে। তবে কপালে না থাকলে যা হয়!’’
আমাদের ফেইসবুক লিঙ্ক : ট্রাস্ট নিউজ ২৪