সম্পর্ক ও বিয়ে নিয়ে ক্যাটরিনার পথেই হাঁটছেন বলিউডের আরেক জনপ্রিয় এক জুটি আলিয়া ভাট ও বণবীর কাপুর।
দুজনের সম্পর্কটা দীর্ঘদিনের, প্রায়ই একসঙ্গে দেখা যায় আলিয়া ও রণবীরকে। তাদের পরিবার ও নিকটজনের কাছেও সম্পর্কের বিষয়টা ওপেন সিক্রেট।
আলিয়া-রণবীরের ভক্ত শুভাকাঙক্ষীদের জিজ্ঞাসা কখন সাতপাকে বাধা পড়ছেন তারা।
এদিকে রণবীর আগেই বলেছিলেন, করোনা সংক্রমণ কমলে তারা বিয়ে করবেন। রণবীরের সেই কথার সূত্র ধরে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইটগুলো খবর দিয়েছে ডিসেম্বরেই এই জুটির বিয়ে ।
ভারতীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিয়া-রণবীরের বিয়ে অতটা জমকালো হচ্ছে না। মুম্বাইতে তাদের বিয়ে হবে। বিয়ের ভেন্যু ঠিকঠাক হয়ে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলিয়া বাবা মহেশ ভাট অসুস্থ। তিনি পারতপক্ষে বাড়ির বাইরে বের হন না। আর রণবীরের চাচা রণধীর কাপুরও বয়স্ক। তাই তাদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া-রণবীর।
জানা গেছে, বিয়ের ভেন্যু হিসেবে মুম্বাইর তাজ ল্যান্ড ইন্ডকে বেছে নিয়েছেন বলিউড জুটি। তবে বিয়ের তারিখ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আমাদের ফেইসবুক Link : ট্রাস্ট নিউজ ২৪